রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মেলান্দহে গাজাঁসহ ইউপি সদস্য আটক 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি 

মেলান্দহে গাজাঁসহ ইউপি সদস্য আটক 

জামালপুরের মেলান্দহে ৪০ কেজি গাঁজাসহ মো. বেলাল শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে আটক করছে ডিবি পুলিশ। শুক্রবার (৩১ মে) সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দুরমুঠ ইউনিয়নের সুলতান খালি (মাইচ্ছা পাড়া) নিজ বাড়ি থেকে বেলালকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ডিবির (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন। 

আটক মো. বেলাল শেখ উপজেলার দুরমুঠ ইউনিয়নের সুলতান খালি (মাইচ্ছা পাড়া) এলাকার মৃত করিম শেখের ছেলে। তিনি দুরমুঠ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে বসতঘর থেকে দুটি সাদা প্লাস্টিকের বস্তায় একটিতে ২৬ কেজি এবং অপরটিতে ১৪ কেজি মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। ইউপি সদস্য বেলাল শেখ বেশ কিছুদিন ধরে মাদক কারবার পরিচালনা করে আসিতেছিল।

জামালপুর ডিবির (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন বলেন, এ ঘটনায় আটককৃত ইউপি সদস্যের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 
টিএইচ